Terms and Conditions
Flyer Limited এর সকল গ্রাহকের জন্যঃ
১। গ্রাহকের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী গ্রাহক আমাদের সেবামূল্যের নির্ধারিত পরিমাণ প্রদান পূর্বক আমরা কাজ শুরু করবো।
২। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দিক থেকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ।
৩। কাজ চলাকালীন সময়ে কোনো পরিবর্তন বা পরিবর্ধন হলে গ্রাহকের সাথে আলাপ করে চুক্তি পরিবর্তন করা হবে।
৪। আমাদের কাজ যেহেতু IT and Software সম্পর্কিত। তাই, এখানে রিফান্ড এর সুযোগ নেই তবে বিক্রয় পরবর্তী সেবা ও সহযোগিতার সময়সীমা ৩ মাস।
এই সময়ের মাঝে যেকোনো ত্রুটি বা সমস্যা সমাধানে আমরা গ্রাহকের কাছে দায়বদ্ধ।